জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে বিজিবি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতা জব্দ

হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া বাজারে রবিবার রাত সাড়ে দশটার দিকে ৫৫ ব্যাটালিয়ন হবিগঞ্জ বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে ২৩৫৮ কেজি ভারতীয় চা পাতা আটক করেছে।

সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বিজিবি ৫৫ ব্যাটালিয়ন পরিচালক এসএনএম সামিউন্নবি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সুবেদার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ১৯৮২/২৫ এস হতে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলিয়াপাড়া বাজার এলাকা হতে ২৩৫৮ কেজি ভারতীয় চা পাতা আটক করা হয়।

আটককৃত চা পাতার আনুমানিক বাজার মূল্য সাত লক্ষ সাত হাজার চার শত টাকা বলে জানান তিনি।

আটককৃত মালামালের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।