অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাধবপুরের নবাগত ইউএনও ফাতেমা-তুজ জোহরা।
সভায় বক্তব্য দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন আহমেদ ” বীর মুক্তিযোদ্ধা সুকুমল রায়, মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ
মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি ও ৪নং আধাঐর ইউনিয়নের জনন্দিত চেয়ারম্যান
মোঃ ফারুক পাঠান । আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান প্রমুখ।
সভায় একুশে ফেব্রুয়ারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ভাষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়।