হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ রাকিবুল হাসান সজিব (১৩) নামে এক মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার করেছে।
সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করে। রাকিবুল হাসান সজিব পুরাইকলা গ্রামের মোঃ জামসেদ মিয়ার ছেলে।
সজিবের পিতা জামসেদ মিয়া জানান সোমবার সকালে ঘরের আড়ের সঙ্গে গলায় ফাঁস লেগে সে আত্বহত্যা করে।
এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন কি কারনে সজিব মারা গেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মৃত্যুর সঠিক কারন জানার জন্য লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।