হবিগঞ্জের মাধবপুর নোটারি পাবলিকে এভিডেবিট ও আলেম’র কাছে কলমা পাঠ করে সনাতনী হিন্দু ধর্মের দিনমজুর মা ও ছেলে দুজন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর সাতপাড়া গ্রামে এক জন আলেম এর নিকট কালেমা পাঠ করে মনে প্রানে বিশ্বাস করে দোয়া ও মিলাদ’র মাধ্যমে এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
এর আগে তারা ২৭ জুলাই ২৩ ইং হবিগঞ্জ নোটারী পাবলিকএ ৫৬৩০ নং এফিডেভিট এর মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ইসলাম ধর্ম গ্রহণকারীরা হলেন ঐ গ্রামে নতুন বসতিস্থাপন করা মৃত মনিন্দ্র পালের মেয়ে স্বপ্না পাল (৪৫) এবং স্বপ্না পালের ছেলে হৃদয় পাল(২৪) বর্তমানে তাঁদের নাম রাখা হয়েছে মোচ্ছা স্বপ্না বেগম ও মোঃ হৃদয় মিয়া।
স্বপ্ন এবং হৃদয় মিয়া জানান আমরা গত ৪/৫ বছর যাবত ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করে রোযাসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পালন করে আসছি।তারা সকলের সাহায্য ও সহায়তা কামনা করছেন।