মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা কাদির মিয়া সোমবার (১৫ জুন) থেকে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে বুধবার (২৪ জুন) নিখোঁজের পরিবারের পক্ষ থেকে মাধবপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সূত্র জানায় মাধবপুর থানার জিডি নং-১০৭০।
বীরমুক্তিযোদ্ধা কাদির মিয়া উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
নিখোঁজ বীর মুক্তিযোদ্ধা কাদির মিয়ার ছেলে রুকন মিয়া বলেন, ১৫ জুন সোমবার সকালে তাঁর বাবা চৌমুহনী বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় প্রায় ১০ দিন যাবত বাবাকে খোঁজে পাচ্ছি না। কোন হৃদয়বান ব্যক্তি তাঁর বাবার সন্ধান পেলে তার মোবাইল নং-০১৭৪৫৯২১০৬১ তে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন কাদির মিয়ার ছেলে।