র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর ২৫ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। আটককৃত নির্ধন সরকার শশী মোহন সরকারের ছেলে।
আজ বৃহস্পতিবার ৭ অক্টোবর সকাল ৬.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৯, সিপিসি-১, (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৭নং জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামের শ্রী বাবুল চৌহানের রাজলক্ষী টায়ারের দোকানের সামনে ঢাকা টু সিলেট গামী হাইওয়ের পাকা রাস্তার উপর হইতে ২৫ কেজি গাজাসহ শশী মোহন সরকারের ছেলে নির্ধন সরকারকে (২১) আটক করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (গ) ধারা মূলে মামলা দায়ের করে আলামত সমূহ হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।