জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে লকডাউনের ১২ তম দিনে ৮ জনকে অর্থদন্ড

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় লকডাউনের নির্দেশনা অমান্যের করার দায়ে ৮ ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ দন্ড করা হয়েছে।

লকডাউনের ১২ তম দিনে সরকারি বিধি প্রতিপালনে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবপুর উপজেলা সদর ও পৌর শহরের বিভিন্ন যায়গায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় এবং নির্দেশনা অমান্য করায় ৮ ব্যক্তিকে মোট ১ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন সেনাবাহিনীর ক্যাপ্টেন বক্তিয়ারের নেতৃত্বে একদল সেনা উনাকে সহযোগিতা করেন।