জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে লকডাউনের ৩য় দিনে প্রশাসনের অভিযান

করোনা মহামারী প্রতিরোধের লক্ষে সরকারের কঠোর লকডাউন বাস্তবায়নের ৩য় দিনে হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং আনসার বাহিনীর যৌথ সমন্বয়ে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

আজ রবিবার (২৫জুলাই) উপজেলা সদরের বিভিন্ন বিপনীবিতান এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসময় বিভিন্ন অপরাধে ৫টি মামলা দায়েরের মাধ্যমে ১ হাজার ৯শত জরিমানা আদায় করা হয়। পাশাপাশি অপ্রয়োজনে ঘর হতে বের না হওয়া এবং সার্বক্ষণিক মাস্ক পরিধানের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।