জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলা মিলনায়তনে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি যৌথ আয়োজনে চার শতাধিক নেতা- কর্মী উপস্থিতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

এসময় পৌর বিএনপি সভাপতি গোলাপ খান এর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের বার বার বিপুল ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন , মাধবপুর উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল , সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু , পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলা উদ্দিন রনি , সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুব রহমান সোহাগ , যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী , সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান , বাবুল হোসেন , যুবদলের আহবায়ক এনায়েত উল্লাহ , যুগ্ম আহবায়ক কবির খান চৌধুরী , উপজেলা ছাত্র দলের আহবায়ক মারুফ মিয়া প্রমূখ ।

প্রধান অতিথি বিএনপি সাবেক সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন , শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা । তিনি দেশ গঠনে অতুলনীয় ভূমিকা রেখেছেন । দেশের মানুষের হৃদয়ে শহীদ রাষ্ট্র পতির নাম লেখা রয়েছে । কিন্তু বিগত আওয়ামীলীগ সরকার ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে খাটো করতে চেয়েছিল । জনরোষে এখনো তারা দেশ থেকে বিতাড়িত ।

তিনি আরো বলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) গণমানুষের দল। দেশে যত তাড়াতাড়ি নির্বাচন হবে জাতির জন্য মঙ্গল । কারণ পরাজিত অপশক্তি এখানে ষড়যন্ত্র করে যাচ্ছে । বিগত ১৭ বছর দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন মানুষ ভোট দিতে মুখিয়ে রয়েছে । দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে বরণ করে নিতে দেশে লাখো কোটি জনতা অপেক্ষা করছেন । আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় ।