হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর বেলা থানার এস আই মোঃ মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাদক মামলায় দেড় বছরের সাজা প্রাপ্ত আাসামী মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আঃ জাহের এর পুত্র মোঃ শহিদ মিয়া (৪৫) ও সি আর মামলার ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বর পুর গ্রামের আবুল হোসেন এর পুত্র খোকন মিয়াকে গ্রেফতার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেফতারে সত্যতা নিশ্চিত করেন।