হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক , শাহজাহানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী কে ৩ মাসের কারাদন্ড ও জরিমানা করেছে আদালত। মঙ্গলবার হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত- ৩ এর বিচারক তাহমিনা বেগম এ রায় প্রদান করেন।
মামলার সরকার পক্ষের আইনজীবি এপিপি আব্দুল মালেক জানান, ৩২০/১৬ এর একটি মামলায় পারভেজ হোসেন চৌধুরী কে বিজ্ঞ বিচারক একটি ধারায় এক মাসের ও অপর একটি ধারায় ২ মাসের কারাদন্ড প্রদান করেন। তবে পারভেজ হোসেন চৌধুরী আপিল করতে পারবেন।
২০১৬ সালে মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে অনাধিকার প্রবেশ , ভাংচুর ও টাকা আত্মসাতের ঘটনায় বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার বাদি হয়ে পারভেজ চৌধুরী কে আসামী করে মামলাটি দায়ের করেন। এ মামলায় বিজ্ঞ বিচারক তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। পরে একই আদালত আপিলের শর্তে তাকে জামিন দেন।