জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে বিশেষ প্রণোদনা খাদ্য সামগ্রী বিতরণ

মোঃজাকির হোসেন মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর ইউনিয়নের সুবিধাবঞ্চিত  মাঝে বিশেষ প্রণোদনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ধর্মঘর  ইউনিয়নের ৫০০জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম, ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল, ট্যাক অফিসার সহকারী প্রকৌশলী আনোয়ার হোসন, সমাজ সেবা সুপার ভাইজার সাইফুল ইসলাম ও প্রত্যেক ওয়ার্ডে সদস্যগন।

মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় করোনা প্রতিরোধে সবাইকে ঘরে অবস্থানের জন্যও পরামর্শ দেওয়া হয়।