হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা চৌমুহনী সড়কের ভবানীপুর নামক স্থানে বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি রাত ৯ ঘটিকার সময় সড়কে কেটে রাখা গাছ ট্রাক্টরের লোড করার সময় মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মোঃ সাদেকুর রহমান(২৪) গুরুতর আহত হয়।
পরে থাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
জানা যায় কয়েকদিন পূর্বে ভবানীপুর গ্রামের রঞ্জিত কর ও সমজিত কর কিছু গাছ কাটে তাদের বাড়ির সামনে রাস্তায় জোর করে রাখেন। উল্লেখিত সময়ে গাছগুলো একটি ট্রাক্টরে লোড করার অবস্থায় তাকে বহন করা মোটরসাইকেল ট্রাক্টর এর সঙ্গে সংঘর্ষ বাধে এতে সাদেকুর রহমান গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন
নিহত সাদেকুর রহমান মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত আব্দুর চামাদ মাষ্টার এর পু্ত্র ।