জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া সাহেব বাড়ী গেইট নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল আজিজ সাবু (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।সে উপজেলার নারায়ণপুর গ্রামের ফজর আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা লিটন বিন ইসলাম জানান,২০ ডিসেম্বর সোমবার দুপুরে উল্লেখিত স্থানে আব্দুল আজিজ মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল এসময় ঢাকাগামী একটি মাইক্রোবাস(ঢাকা মেট্রো চ-১৯-০০৯১)পিছন দিক থেকে সাবুর মটর সাইকেল টিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক মাইক্রোবাস আটক করা হয়েছে চালক পালিয়েছে।