আবুল হোসেন সবুজ ও মোঃ হাউশ মিয়াঃ হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় সিএনজিতে থাকা ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এই ঘঠনায় আহত হয়েছেন আরও ৩ জন।
আজ ২৭ সেপ্টেম্বর (সোমবার) দুপুর দেড়টার দিকে আন্দিউড়া উম্মেতুন নেসা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় ঘটনাস্থলে শিশু মোশাররফ ও জব্বার মিয়া নিহত হয়। আর চিকিৎসাধীন অবস্থায় শিশু রুপা আক্তার মারা যায়।
এসময় আহত বিলকিস (৩০) ও আব্দুল্লাহ (২২) কে উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি চালিত একটি অটোরিক্সা মাধবপুর যাচ্ছিল। ঢাকা থেকে একটি সিলেটগামী সাগরিকা নামের বাস ঢাকা-সিলেট মহাসড়ককের আন্দিউড়া উচ্চ বিদ্যালয় এলাকায় সিএনজিকে ধাক্কা দেয়। এতে শিশুসহ ৩ জন সিনএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।
ওসি মোঃ মাইনুল ইসলাম বলেন, ৩ জন মারা গেছেন। খবর শুনে ফায়ারসার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আহতদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশষ্কা প্রকাশ করেছেন।