হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের ৩ দিন পর এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার) সকালে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের পাশের খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের মৃত নকুল সরকারের ছেলে জিতেন্দ্র সরকার গত বুধবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
শুক্রবার সকালে স্থানীয় লোকজন তার মৃতদেহ সড়কের পাশে খালের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।