মীর দুলাল : অদ্য ৪ অক্টোবর রোজ রবিবার মাধবপুর উপজেলা ধর্মঘর এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক সহ দুই যুবকেগ্রেফতার করেছে মাধবপুর থানার কাশিম পুর পুলিশ ফাড়ির এ এস আই রানা আহমেদ ও গোলাম মস্তোফা।
কাশিম পুর পুলিশ ফাড়ির ইনচার্জ মোরশেদ আলমের নির্দেশনায় এ এস আই রানা আহমেদ ও গোলাম মস্তোফা গোপন সংবাদএর ভিত্তিতে খবর পেয়ে ধর্মঘর এলাকায় অভিযান পরিচালনা করে গতরাত ১” ৫৫ মিনিটে এ সময় গন্ধব পুর গ্রামের মোঃআব্দুল রশিদ মিয়ার ছেলে মোঃ আলগীর (৩৫) ও মোঃ মিজান মিয়ার ছেলে আল আমীন( ৩৩) গ্রাম সোরাবই থানা মাধবপুর উভয় কে ৩৫ বোতল ভারতীয় মদ অফিসার সয়েছ ও ৮ কেজি গাজা সহ আটক করেন।
আসামি দের বিরুদ্ধে মাদক পাচার ও সংরক্ষন আইনে মামলার প্রস্তুতি চলেছে বলে এ এস আই রানা আহমেদ জানান।