জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুর কাশিমনগর বাজারে ভয়াবহ আগুন, ১০ টি দোকান পুড়ে ছাই

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ টি দোকান পুড়ে ছাই।

রাত অনুমান ১০:১৫ ঘটিকার সময় উপজেলার চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্ৰামের উত্তর মাতায় কাশিমনগর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে বাজারের ব্যবসায়ী রাষ্টূমিয়া, ডাঃ হামিদ, আলি আকবর, আবু মিয়ার সেলুন ২টা, হাবিব মিয়ার চাষ্টল, মিজান ও ইছুব এর চা-স্টল এবং সাগর আলি মেম্বার এর অফিস ঘর সহ ১০ টি দোকান সম্পন্ন সম্পূর্ণ আর ভুট্টু মিয়ার চা-স্টল আংশিক পুড়ে গেছে ।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আমে।