মোঃজাকির হোসেনঃ “মানুষ মানুষের জন্যে” এই প্রতিপাদ্য টি বুকে লালন করে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১ নং ধর্মঘর ইউনিয়নের সোয়াবই পূর্বপাড়া গ্রামের জাবেদুল ইসলাম এর উদ্যোগে মাসুদুর রহমান, ফুলু মিয়া, রজব আলী, মফিজুল, ডালিম, সাদ্দাম, হেলাল, কামাল মিয়ার সহযোগিতায় রমজান মাসকে সামনে রেখে করোনা ভাইরাস সংক্রমণের ফলে উদ্ভূত এই মহাবিপর্যয়ে সোয়াবই পূর্বপাড়া সমাজের নিম্নআয়ের মানবেতর জীবন যাপন করিতেছে এমন অন্তত ২০টি পরিবারের মাঝে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
ত্রাণ সহায়তার প্রতিটি পরিবারকে ৫ কেজি চাউল ১ কেজি তেল ১ কেজি আলু ১ কেজি পিঁয়াজ ১ কেজি ডাল ১ কেজি ছোলা বুট ১ কেজি মুড়ি ও ১ টি করে সাবান প্রদান করা হয়েছে।
ত্রাণ সহায়তার উদ্যোগতা জাবেদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আমরা নিজ দায়িত্ববোধ থেকেই সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য ত্রাণ সহায়তা করে যাচ্ছি।
করোনা ভাইরাস মোকাবেলায় দয়া করে আপনারা সবাই ঘরে থাকুন। সরকারী নির্দেশ মেনে চলুন। যদি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, আপনার পরিবারকে ভালোবাসেন তাহলে দয়া করে ঘরে থাকুন। আমরা আপনাদের পাশে আছি। আল্লাহ এই প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে সবাইকে রক্ষা করুক।