হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পশু খাদ্যের বিভিন্ন দোকান ও ভেটেনারি ফার্মেসিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় এ অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা । এ সময় লাইসেন্স না থাকায়, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য ও দোকানে রাখায় এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় বিভিন্ন দোকানকে ৫টি মামলায় সর্বমোট ১০,৪০০/- অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সাথে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়াসহ মাধবপুর থানার একদল পুলিশ।