জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুর শাহজীবাজারে ট্রাকের সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শাহজিবাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতে দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

received 3128769527400335এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যান এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।