হৃদয় এস এম শাহ্-আলমঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন এর বুল্লা গ্রামে মাধবপুর থানার এস,আই, হুমায়ুন সংগীয় পোর্স নিয়ে পুলিশি অভিযান করে ইউনুস মিয়ার বসত বাড়ি থেকে সাত জুয়াড়ি কে আটক করেন।
গ্রেফতার কৃত আসামি ইউনুস মিয়া (৫০) পিতা মৃত মারাজ মিয়া, মাফুজ মিয়া (৪৫) পিতা মৃত সাধু মিয়া, জব্বার মিয়া (৩৫) পিতা মৃত নুরধন মিয়া, বিমল পাল (৩৫) পিতা গিরেন্দ্র পাল, আলমগীর মিয়া (৪৫) পিতা মুহাম্মদ আব্দুল বাকির, সোহেল মিয়া (৩০) পিতা মৃত অহিদ মিয়া সর্ব সাং খাটুরা, ইউনুস আলী (৫০) পিতা মৃত খোরশেদ আলী সাং বানেশ্বর, বুললা ইউনিয়ন।
গ্রেপ্তারের সময় আসামিদের কাছে থেকে তাস ও নগদ ২১২০/- টাকা উদ্ধার করে আসামিদের থানা হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ১৩ মার্চ রবিবার দুপুরে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আসামিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে জানতে চাইলে বুল্লা ইউনিয়ন এর নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, আমার ইউনিয়নের জুয়া ও মাদক বন্ধে আমি সবসময় সক্রিয় ভূমিকা পালন করবো।