জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মানবসেবাকে ১টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার

‘মানবসেবা’সামাজিক সংগঠন এর অক্সিজেন ব্যাংকে আরো ১ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন হবিগঞ্জ জেলার কৃতিসন্তান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল ইউনিভার্সিটির নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার ও তরফদার ফাউন্ডেশন৷

গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে তরফদার ফাউন্ডেশন ও ডাঃ কামরুল হাসান তরফদার এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে
সিলিন্ডরটি প্রদান করা হয়৷

তরফদার হিয়ারিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আরিফুল হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল। বিশেষ অতিথি ছিলেন তরফদার ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা জিয়াউল হাসান তরফদার মাহিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, বাপা হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন।

এসময় আনুষ্ঠানিকভাবে সিলিন্ডারটি গ্রহন করেন মানবসেবার সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফ চৌধুরী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মৃদুল কান্তি রায় ও কোষাধ্যক্ষ মিনহাদ আহমেদ চৌধুরী৷

অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে তরফদার ফাউন্ডেশন করোনার এই ক্রান্তিলগ্নে মানবিক কর্মকান্ডে ভূমিকা রাখায় ‘মানবসেবা’সামাজিক সংগঠন এর ভূয়সী প্রশংসা করেন৷ এবং ভবিষ্যতেও মানবসেবার পাশে থাকার থাকার আশ্বস্ত করেন৷ এসময় মনবসেবার নেতৃবৃন্দরাও মানবসেবার মানবিক কর্মকান্ডের পাশে এগিয়ে আসায় হবিগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ডাঃ কামরুল হাসান তরফদার ও তরফদার ফাউন্ডেশনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন৷