লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন লাখাইয়ে যোগদানের পর থেকেই তাঁকে একজন কর্তব্য পরায়ন ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসাবে প্রশাসনিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখার পাশাপাশি মানবিক কাজেও তিনি নিরবে নিবৃত্তে কাজ করে আসছেন।
ইতিমধ্যে তিনি লাখাই উপজেলার অনেক দরিদ্র অসহায় মানুষকে নানাভাবে তাঁর ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সাহায্য সহযোগীতা দিয়ে আসছেন।
সর্বদা প্রচার বিমুখ মানবিক এ কর্মকর্তা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগীতা করলেও তা প্রকাশ করতে অনিচ্ছুক।
তাঁর এমন নিরব সহযোগীতার ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ জুন/২২) একজন অসুস্থ অসহায় দরিদ্র মহিলাকে নাম পরিচয় প্রকাশ না করেও সহযোগীতার হাত প্রসারিত করে মানব সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।
এই সহায়তার খাম হাতের ভদ্রমহিলা প্রায়ই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চিকিৎসার কাজে আর্থিক সহায়তার জন্য আসতেন।
এসে চিকিৎসার জন্য তার প্রায় ৭০ হাজার টাকা ধার হয়েছে এবং আরো চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন মর্মে জানান। এক্ষেত্রে ঔষধের খরচ ও ধার পরিশোধের টাকার জন্য আকূল আবেদন জানান।
ফলশ্রুতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন তাৎক্ষণিক ব্যক্তিগত উদ্যোগে ঔষধের ব্যবস্থা করেন।
পরবর্তীতে বিষয়টি নিয়ে লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফেসবুকে শেয়ার করলে তার চিকিৎসা বাবত ধার করা টাকার সহায়তা চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা ৭০ হাজার টাকা ব্যবস্থা করেন।
উল্লেখিত টাকার একটি অংশ ত্রিশ হাজার টাকা আজ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) ভুক্তভোগীর হাতে তুলে দেন। এসময় পাওনাধারও উপস্থিত ছিলেন।
অবশিষ্ট চল্লিশ হাজার টাকা পরবর্তীতে পাওনাদারদের উপস্থিতিতে ভুক্তভোগীর হাতে তুলে দেয়া হবে।
যারা যারা আর্থিক সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন বিশেষ ভাবে ধন্যবাদ জনিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) রেহানা মজুমদার মুক্তিকে।