সারাদেশে ইউনিয়ন পরিষদে বাজেট ঘোষনা সময় ইউনিয়ন পরিষদে সাংবাদিক, সকল শ্রেণীর-পেশার লোক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অন্যান্য জনপ্রতিনিধি কে উন্মুক্ত ভাবে আমন্ত্রণ না জানিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদে ২০২২ – ২৩ অর্থ বছরে ১ কোটি ২৬ লাখ ৬৮ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
সূত্রে জানা যায়, সোমবার (৩০ মে) সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল খানের সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ শাহজাহান এর পরিচালনায় বাজেটের খসরা অনুমোদন ও পরবর্তী চুড়ান্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল খান।
এ সময় উক্ত বাজেটে বিভিন্ন খাতে ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকা এবং উদ্বৃত্ত ৮ লাখ ৫৮ হাজার টাকা।
বাজেট পেশ করার সময় অনুমান ২০/২৫ জন জনপ্রতিনিধি ও গণ্য মান্য ব্যক্তি বর্গ উম্মুক্ত মতামত ও প্রশ্নোত্তর পর্ব ছিল।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আবদুল্লাহ সরদার।
ইউপি সচিব মোঃ শাহজাহান কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাজেট ঘোষনা উন্মুক্ত কিন্তু সাংবাদিক সহ সকলকে দাওয়াত দিতে অনেক টাকা অপচয় হয়। আবার অনেকের কাছে দাওয়াত পৌছাতে পারেননি চেয়ারম্যান।
এ ধরনের ইউপি বাজেট ঘোষনা জেলার অনেক ইউনিয়নে সাংবাদিকদের অবগত না করে জেলা ও উপজেলা প্রশাসনকে গুজামিল দিয়ে বিভিন্ন দপ্তরে খসড়া দাখিল করা হয়।