সাইফুল আমিন, স্পেন
কম্যুনিদাদ মাদ্রিদ বা আঞ্চলিক সরকার নির্বাচনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন মাদ্রিদে বসবাস করায় এখন প্রচুর সংখ্যক বাংলাদেশি স্পেনিশ পাসপোর্ট পেয়ে স্পেনের নাগরিক হওয়ায় বিভিন্ন নির্বাচনে ভোট দিতে পারেন বলে দিন দিন স্থানীয় নির্বাচনের প্রতি তাদের আগ্রহ বাড়ছে।
আগামী ৪ মে অনুষ্ঠিত হবে আঞ্চলিক সরকার নির্বাচন। এতে ৬ টি রাজনৈতিক দলের প্রার্থীরা অংশগ্রহণ করবেন। করোনা মহামারীর বিরূপ প্রভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিভিন্ন নিষেধাজ্ঞা থাকায় প্রার্থীরা স্বল্প পরিসরে নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ইতিমধ্যে বাম রাজনৈতিক ঘরনার বাংলাদেশিদের পছন্দের প্রার্থী “মাস মাদ্রিদের” মনিকা গার্ছিয়া গঞ্জালেছ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে বেশ কয়েকটি ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন,পাশাপাশি স্থানীয় বাংলাদেশিরাও তাদের পছন্দের প্রার্থীর জন্যে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন
অন্যদিকে সাধারন প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন বামপন্থি প্রার্থীরা যদি এবারও নির্বাচিত হয় তাহলে হয়তো প্রবাসীদের অনেক দাবীদাওয়া পুরন করতে আরও নমনীয় হবে বলে আশা প্রকাশ করেন।