বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেছেন-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের খেটে খাওয়া মানুষের দল,এই দল গনমানুষের দল৷ বিগত ১৭ বছর বহু অত্যাচার ও নির্যাতনের পরেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই দলের নেতা-কর্মীরা মানুষের জন্য কাজ করেছে৷
এই দলকে আগামি নির্বাচনে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে৷ তিনি বলেন- ধানের শীষ যে পাবে আমরা তার৷ যাকে ধানের শীষ দেয়া হবে আমিসহ দলের সবাইকে তার জন্য কাজ করতে হবে৷ আমি টিকেট না পেলেও দল ক্ষমতায় আসলে আমি অবহেলিত ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের উন্নয়ন করবো৷
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা বিগত ১৭ বছর তারা তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি৷ ওবায়দুল কাদের বলেছিলো আওয়ামী লীগের পতন হলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে৷ কিন্তু তাদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে৷ তিনি বলেন,
হিন্দু ভাইদের সাথে যে কেউ খারাপ আচরন করলে বিএনপি ব্যবস্হা নিবে৷
যার দ্বারা এলাকার উন্নয়ন হবে দল যেনো তাকেই ধানের শীষ দেয় তার জন্য দোয়া করেন৷ তিনি দলের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান৷
বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব আজ বুধবার দুপুরে বানিয়াচং উপজেলার ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের বিথঙ্গল গ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন৷
১৫ নং পৈলারকান্দি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সুব্রত দাশ বৈষ্ণব এর সভাপতিত্বে
সমাবেশে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ বশির আহমেদ, ২নং ইউপির সাবেক চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, সাবেক যুগ্ম আহবায়ক বাবলু , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া,
আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুল আলম,আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ সওদাগর, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক,দক্ষিণ বানিয়াচং যুবদলের আহবায়ক নুরুল হুদা, সদস্য সচিব আব্দুল্লাহ আল নাসের, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরিফ চৌধুরী, সাজিদুর রহমান সাজু,আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব সজল চৌধুরী ,এনামুল হক, সেলিম চৌধুরী প্রমুখ।