হবিগঞ্জের মাধবপুরে যুক্তরাষ্ট্রস্থ”মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক”কর্তৃক উপজেলার বিভিন্ন স্কুলের ২৪ জন গরীব,মেধাবী,দুস্থ শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে নগদ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার(১৬ মার্চ) দুপুরে উপজেলা মিলনায়তন সচ্ছতা’য় আয়োজক গোলাম কিবরিয়া চৌধুরীর তত্বাবধানে ও মোঃ মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় “মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক”কর্তৃক আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃজাকির হোসেন চৌধুরী ওয়াসিম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃহাবিবুর রহমান মানিক,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃআশরাফ আলী,মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দিজেন্দ্র আচার্য্য।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আপন মিয়া,ফারুক পাঠান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,সাংবাদিক মোঃআলাউদ্দিন আল রনি,রোকন উদ্দিন লস্কর,আইয়ুব খান,অলিদ মিয়া,শংকর পাল সুমন প্রমুখ ।
সংঘটনের পক্ষে বক্তারা বলেন ভবিষ্যতে আরো বেশি সংখ্যক মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে।
এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে সুযোগ পাওয়া গরীব ছাত্র-ছাত্রীর পড়াশুনার সম্পূর্ণ খরচ সংঘটনের পক্ষ থেকে বহন করা হবে।