জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা যুবলীগের ব্যানারে হবিগঞ্জ শহরে মাসব্যাপি বিনামূল্যে সব্জি বিতরণ করা হয়েছে। শোকের মাসের শেষদিনে এ সব্জি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
এ সময় সব্জি বিতরণের উদ্যোগের প্রসংশা করে তিনি এভাবে অস্বচ্ছল মানুষদের পাশে থাকার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।
এর আগে পহেলা আগস্ট এই কার্যক্রমের উদ্বোধন করেন এমপি আবু জাহির। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসব্যাপি এই আয়োজন করেন।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খান প্রমুখ।
মহিবুর রহমান মাহী শোকের মাসের ত্রিশদিনে অন্তত ১০ হাজার মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরণের সব্জি ও ডিম বিতরণ করেন।