র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ইসলামপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে যৌতুকের মামলায় ০৫ বছরের দন্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করে।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কামারগাঁও এলাকার বাসিন্দা জোবায়ের আহাম্মদ চৌধুরীর ছেলে মোঃ আমিনুর রহমান চৌধুরী ইমন (২৮)।
গ্রেফতারী পরোয়ানা মূলে জানা যায়, ২০১৮ সালে যৌতুকের জন্য ইমনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা হয়। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণীত হওয়ায় বিজ্ঞ আদালত পলাতক আসামীর বিরুদ্ধে ০৫ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন।
পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আসামী আপীল করে এবং ২০২১ সালে আপীলের রায়ে আদালত তার পূর্বের সাজা বহাল রেখে আসামীকে সর্বোচ্চ শাস্তি দিলে আসামি পলাতক হয়ে যায়।
গত ১৩ মার্চ ২০২২ ইং সকালে হুমায়ুন রশিদ চত্তর সংলগ্ন বাস স্ট্যান্ড হতে দন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে।
পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত পলাতক আসামীকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।