হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রজবপুর গ্রামের প্রবাসী সোহেল মিয়ার হাতকাটার রেশ কাটতে না কাটতে আল আমিন (৪০) নামে আরেক প্রবাসীর দুই হাত কেটে নিয়েছে একদল দুবর্ত্ত।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। (২৬ আগষ্ট) বৃহস্পতিবার দুপুর ১২টায় রামপুর ইউনিয়ন অফিসের সামনে এ ঘটনা ঘটে।
এক সপ্তাহের ব্যবধানে আরেকটি ঘটনায় প্রবাসীদের মাঝে আতংক বিরাজ করছে।
জানা যায়, বাগজুর গ্রামের সেলিম মিয়ার পুত্র আল আমিন ওই সময় ইউনিয়ন অফিসের সামন দিয়ে রামপুর যাবার পথে ঝিটকা গ্রামের একদল লোক তাকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই হাত কর্তন করে ফেলে। লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।