জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

রাঙ্গামাটিতে হামে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত শতাধিক

প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবের মধ্যেই রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম এলাকায় গত এক সপ্তাহে হাম রোগে আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক শিশু হামে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলশন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সীমান্তবর্তী তিনটি গ্রামে গত কয়েক দিনে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এই রোগে ইতিমধ্যে ৫ শিশু মারা গেছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সেখানে মেডিকেল টিম গিয়ে চিকিৎসা দিচ্ছে।

এ ছাড়া ৭নং ও ৮নং ওয়ার্ডের লঙথিয়ানপাড়া, অরুণপাড়া, কমলাপুর, কাইশ্যোপাড়া এলাকায় এখনও প্রায় শতাধিক শিশু হামে আক্রান্ত বলে জানান নেলশন চাকমা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ইসতেখার আহম্মদ বলেন, সাজেকের দুর্গম এলাকায় হাম রোগে আক্রান্ত হয়ে প্রথম শিশুকন্যার মৃত্যুর খবর পেয়ে আমাদের একটি মেডিকেল টিম সেখানে চিকিৎসা দিচ্ছে।

তিনি বলেন, আক্রান্তদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর নিশ্চিত হওয়া গেছে তাদের সবার হাম হয়েছে।