জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

রাস্তার বেহাল দশা, দেখার যেন কেউ নেই

দি‌লোয়ার হোসাইন: দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বা‌নিয়াচং উপজেলার বেশিরভাগ রাস্তার অবস্থা বেহাল। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন বা‌নিয়াচংসহ আশপাশের এলাকার মানুষ।

সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তাগুলোর কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো ডুবে গেছে।

স্থানীয়রা জানান, উপজেলা সদরে অবস্থিত ১নং উত্তর পূর্ব ইউনিয়ন এলাকাধীন পোস্ট অ‌ফিস সামন থে‌কে সারাং বাজার পর্যন্ত পাশ দিয়ে চলে যাওয়া রাস্তাটি প্রায় জায়গাই সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। ৩নং ওয়ার্ডের দিঘীরপাড় গ্রামে যাতায়াতের প্রধান রাস্তাটি বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

বা‌নিয়াচং উপ‌জেলার অ‌টো‌রিকশা চালক আ‌বিদুল। অ‌টো‌রিকশা চালিয়েই চলে তার সংসার। রাস্তা নিয়ে তার অভিযোগ, রাস্তার উন্নয়নে কোটি কোটি টাকার বাজেট হয়, কিন্তু রাস্তা ঠিক হয় না। আজ রাস্তা ঠিক করলে, কালকেই তা আবার নষ্ট হয়ে যায়। ভাঙা রাস্তার কারণে অ‌টো‌রিকশা খুব কষ্ট হয়। একটু ভারী মাল থাকলে গাড়ি উল্টে যায়।

বা‌নিয়াচং দিঘীরপাড় গ্রা‌মের বাসিন্দা কামরুজ্জামান কাজল বলেন, ‘দুদিন পর পর রাস্তা ঠিক করে, আবার নষ্ট হয়ে যায়। ট্রাক চলাচলের কারণে পিচপাথর উঠে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে। তারমধ্যে একটু বৃষ্টি আসলে সব ডুবে যায়। মানুষ শান্তি মতো চলাচল তো দূরের কথা, বাজারঘাটও ঠিকভাবে করতে পারে না।’

এ বিষয়ে ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমানকে বারবার ফোন দি‌য়ে ও পাওয়া যায় নি।