জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

রিচিতে এমপি আবু জাহিরের শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ সদর উপজেলার দুই নং রিচি ইউনিয়নে ৪০০ জন নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির প্রধান অতিথি হিসাবে এই কম্বল বিতরণ করেন।

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউপি’র সচিব জেসমিন আক্তার।

রিচিতে এমপি আবু জাহিরের শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, সরকার করোনা পরিস্থিতিতে দেশজুড়ে সরকারি সহায়তা অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে করোনা মহামারীর এই সংকট সুন্দরভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। সম্প্রতি করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে জীবন-জীবিকা পরিচালনার আহবান জানান।

রিচিতে এমপি আবু জাহিরের শীতবস্ত্র বিতরণ

এ ছাড়া বছরের শুরুতেই রিচি ইউনিয়নবাসীর উন্নয়নে অর্ধকোটির বেশি টাকা অনুদান দিয়েছেন উল্লেখ করে আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এমপি আবু জাহির।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় উপকারভোগী নারী-পুরুষ হাত তুলে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার ওয়াদা করেন।