মঙ্গলবার (২৭ এপ্রিল) করোনায় ক্ষতিগ্রস্থ, কর্মহীন, ভাসমান ও অসহায় প্রায় ০৩ শত পরিবারের মাঝে রান্না করা খাবার ও ইফতার বিতরণ করেছে হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিট।
হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্যোগে এবং হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের অর্থায়নে ১৪ দিন যাবৎ হবিগঞ্জের বিভিন্ন এলাকা রান্না করা খাবার বিতরণ করে আসছে রেড ক্রিসেন্ট সদস্যরা।
প্রতিদিন হবিগঞ্জ যুব রেড ক্রিসেন্ট এর ২০ জন ইউনিট এর উদ্যোগে স্বেচ্ছাসেবক দল এই কার্যকম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। প্রতিদিন মোটরসাইকেল, রিক্সা ও ভ্যান যোগে নির্ধারিত এলাকা গুলিতে রান্না করা খাবার পৌঁছে দেয় স্বেচ্ছাসেবকরা।
হবিগঞ্জ পৌরসভার মেয়র ও হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম বলেন, বিশ্ব ব্যাপি এই করোনা মহামারীতে মানুষ কর্মহীন এ পড়েছে । তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সেবায় কাজ করে যাচ্ছি ।