হবিগঞ্জ শহরে লকডাউনের সুযোগে জমে উঠেছে মাদক সেবন ও ব্যবসা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লকডাউনের দায়িত্বে ব্যস্ত থাকায় মাদক ব্যবসায়ীরা এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদের বাড়িতেও এসব ব্যবসা করছে।
গতকাল (২৯ জুলাই) বৃহস্পতিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শহরতলীর বহুলা গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (৫০), সুমন মিয়া ওরফে মিজু (২৫) কে আটক করে।
এ সময় গাঁজা সেবনের দায়ে তাদেরকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মুহিন খান আলিফের নিকট হাজির করলে প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক মোঃ নাজির আলী। গতকাল বিকালেই তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।