সরকারের চলমান বিধিনিষেধ অমান্য করায় হবিগঞ্জ জেলায় লকডাউনের ১০দিনে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে মামলা ও জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
১০জুলাই শনিবার সারা জেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের মিডিয়া সেল সূত্রে জানা যায়, করোনা মহামারী প্রতিরোধের লক্ষে সরকারের কঠোর লকডাউন এবং আইন অমান্য করায় শনিবার বিকাল ৪টা পর্যন্ত ৬০ জন ব্যাক্তিকে ৪০হাজার ১শত টাকা অর্থদণ্ড করেছে ৯টি মোবাইল কোর্ট। এসময় সেনাবাহিনী, বিজিপি এবং পুলিশ সর্বাত্বক সহযোগীতা প্রদান করেছে। জেলা শহর এবং উপজেলা পর্যায়ে টহল অব্যাহত ছিল।