জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লকডাউনের ৭ম দিনে জেলায় ৪৭ জনকে জরিমানা

লকডাউনের ৭ম দিনে হবিগঞ্জে কোভিড -১৯ মোকাবেলায় স্বাস্থ্য বিধি পালনের লক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের টহল এবং ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট অব্যাহত ছিল।

বুধবার (৭ জুলাই) জেলার বিভিন্ন উপজেলায় সেনা, বিজিবি এবং পুলিশের টহল ছিল চোখে পড়ার মত।

এসময় হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে অযথা ঘোরাঘুরি এ মাস্ক ব্যবহার না করায় বিভিন্নজনকে শাস্তি প্রদান করা হয়। অন্যদিকে যারা শহরের বিভিন্ন অলিগলিতে ঝাটলা বেধে যারা আড্ডা দেয় তাদেরকে কঠোর সর্তক করা হয়।

এদিকে জেলা প্রশাসকের মিডিয়া সেল সূত্রে জানা যায়, সমগ্র জেলায় বিকাল ৫ টা পর্যন্ত ৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৭ জন ব্যক্তিকে মোট ৩৪ হাজার ৩শত টাকা অর্থদণ্ড করা হয়েছে।