জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যে লাখাই উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দুদক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভসুচনা করা হয়।

এরপর এ উপলক্ষ্যে মানববন্ধন করা হয় এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লাখাই উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়েজনে উপজেলা হলরুমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপত্বিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরিাধ কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফজলুল করিম এবং সঞ্চালনা করেন উপজেলা পজিব কর্মকর্তা কে এম সাহেদ। আলোচনা সভায় কোরআন তেলাওয়াত করেন লাখাইয় প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এ মে ওয়াহেদ ও গীতা পাঠ করেন উপজেলা সমবায় অফিসার শ্রীমতি রূপালী রানী পাল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার কবির হোসেন , উপজেলা পজিব কর্মকর্তা কে এম সাহেদ, উপজেলা সমাজসেবা অফিসার শিবলীজ্জামান, উপজেলা আনসার ভিডিপি অফিসার আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।