বিল্লাল আহমেদ: লাখাই উপজেলায় ইঁদুর নিধন রোধকল্পে করণীয় সম্পর্কে অবহিত করন ওআলোচনা সভা অনুষ্ঠিত।
২৮ নভেম্বর মঙ্গলবার ২০২৩লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে সকাল ১১ ঘটিকার সময় ইঁদুরের দিন হবে শেষ গড়বো সোনার বাংলাদেশ এর স্লোগান কে সামনে রেখে ইঁদুর নিধন রোদকল্পে অবহিত করন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাহিদা সুলতানা ।
সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি উপ সহকারী কর্মকর্তা অমিত ভট্টাচার্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান।
বক্তব্য রাখেন ১ নং লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আরিফুল ইসলাম রুপম,, ৪ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাদ হোসেন ফুরুক,
লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব এম এ ওয়াহেদ,, কৃষকদের মধ্যে থেকে ইঁদুর নিদনের অভিজ্ঞতা স্বরূপ বক্তব্য রাখেন মোরশেদ আলী,
সভায় বক্তাগণ বলেন ইঁদুর নিধনের জন্য সকলে ই যার যার অবস্থান থেকে রোধকল্পে কাজ করতে হবে।
বিশেষ করে বাসাবাড়িসহ কৃষকদের জমিতে ইঁদুর তাদের ফসলাদি নষ্ট সহ মূল্যবান জিনিসপত্র কেটে পেলে নষ্ট করে দেয় যার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হতে হয় তাই ইঁদুর নিধনে আমরা সচেষ্ট হতে হবে ।
ইঁদুর নিধন অবহিতকরণ সভায় শতাধিক কৃষক সহ সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন।