দেশে একদিনে এক কোটি টিকা প্রদানের লক্ষমাত্রা নিয়ে দেশব্যাপী কোভিড-১৯ এর কর্মসূচি বাস্তবায়নে লাখাই উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ উপজেলার ২১টি কেন্দ্রে ৫ হাজার ৪০০ ডোজ করোনার টিকা প্রদানের লক্ষমাত্রা নির্ধারন করে ব্যাপক প্রচারনা চালায়।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই প্রতিটি টিকাদান কেন্দ্রে উপছেপড়া ভীড় লক্ষনীয়।
দিনশেষে প্রতিটি কেন্দ্রে লক্ষমাত্রার চেয়ে বেশী টিকা দেওয়া হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়। টিকা দেওয়া হয়েছে ৮ হাজারেরও বেশী।
এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জানান, আমাদের ২২ টি টিকাদান কেন্দ্রে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৫ হাজার ৪০০ ডোজ টিকা দেওয়ার লক্ষমাত্রা নিয়ে কার্যক্রম শুরু হলেও টিকা দেওয়া হয়েছে ৮ হাজারেরও বেশী নারী পুরুষকে।