বিল্লাল আহমেদ: লাখাইয়ে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সী এসিস্ট্যান্স প্রজেক্ট ( ফ্রিপ) এর আওতায় কৃষক / কৃষানী গ্রুপ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ জানুয়ারি) দুপুর বেলা উপজেলার বুল্লা ইউনিয়ন এর পূর্ব বুল্লা গ্রামের নয়াবাড়িতে পূর্ব বুল্লা কৃষক গ্রুপ গঠনের লক্ষ্যে এক সভা কৃষক বিল্লাল আহমেদ এর সভাপতিত্বে ও ছোটন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা, সংগঠক, মামুনুর রশীদ খান।
এতে গ্রামের ৩০ জন কৃষক / কৃষাণী অংশ নেন।
সভায় উপস্থিত সদস্যদের ঐক্য মতের বৃত্তিতে বিল্লাল আহমেদ কে সভাপতি, মোহাম্মদ শাহজাহান মিয়া কে সিনিয়র সহসভাপতি এবং নাহিদা বেগমকে সাধারণ সম্পাদক করে ৩০( ত্রিশ) বিশিষ্ট পূর্ব বুল্লা কৃষক / কৃষাণী গ্রুপ গঠন করা হয়।
গ্রুপের সদস্যরা হলেন কোষাধ্যক্ষ মোঃ ছোটন মিয়া,সদস্য শাহানা আক্তার, নূর জাহান বেগম,আউলিয়া বেগম,আব্দুল কাদির, কবির মিয়া,ইসলাম মিয়া,আলাউদ্দিন, আক্কাস আলী, মোশাররফ মিয়া,মহসিন মিয়া,রুবেল মিয়া,লেচু বগম,রাশু আক্তার, সুসেনা বেগম,শিউলী আক্তার, হামিদা বেগম,আমেনা বেগম,স্বপ্না বেগম,লিটন মিয়া,প্রানতোষ সরকার, গৌরী চন্দ্র দাস,তাসলিমা আক্তার, রুবি বেগম,,সায়েম মিয়া,,বাহার উদ্দিন।