হবিগঞ্জের লাখাইয়ে মাদ্রাসা অধিদপ্তরের অধীনে দাখিল পর্যায়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুনি শিক্ষক নির্বাচিত হওয়ার উপজেলার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মুফতি মোঃ আব্বাস উদ্দিন কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর বেলা করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার দাখিল -২০২১ ব্যাচের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সুপার মুফতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাহিদা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মহিউদ্দিন আহমেদ মলাই,সাবেক ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল রানা।
মোঃ সাহাম্মদ আলী শান্ত এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাদ্রাসা শিক্ষার্থী ওসমান গনি ও নাতে রাসুল পরিবেশন করেন মোঃ জহিরুল ইসলাম।
বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি মহরম আলী, হাজী মোহাম্মদ আলী চৌধুরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য বাহার উদ্দিন, সাবেক মেম্বার মেহেদী হাসান দুলাল, ২০২১ ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থী আব্দুল মুবিন ,২০২২ ব্যাচ এর শিক্ষার্থী উজ্জ্বল মিয়া প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংবর্ধিত শ্রেষ্ঠ গুনি শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন এর হাতে সন্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।
এছাড়াও শ্রেষ্ঠ গুনি শিক্ষককে করাব একতা সমাজ কল্যাণ সংঘের পক্ষে সন্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন সংগঠন এর সভাপতি মোঃ সোহেল আফজাল ও সহসভাপতি মীর ফারুক।