হবিগঞ্জের লাখাইয়ে মাদকের সঙ্গে জড়িতদের বিষয়ে সালিশ বৈঠকে রায় দেয়ার জেরে সালিশ বৈঠকের সদস্য ও লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি আব্দুল হান্নান ও তাঁর স্ত্রী মানছুরা আক্তার দুর্বৃত্তের হামলায় আহত হয়েছে বলে জানা যায়।
স্থানীয় ও আহতের স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার(২৩ অক্টোবর) দিনগত ভোররাতে উপজেলার মোড়াকড়ি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে মৃত ইউসুফ আলীর পুত্র লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি আব্দুল হান্নান এর বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে বসত ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে উপর্যুপরি আঘাত করে এবং ঘরে ব্যাপক ভাংচুর চালায়।
এতে সাংবাদিক আব্দুল হান্নান(৬১) ও তাঁর স্ত্রী মানছুরা আক্তার(৪৫) আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
গুরুতর আহত আব্দুল হান্নানের অবস্থা আশংকা জনক হওয়ায় তাঁকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে লাখাই থানার ওসি বন্দে আলী মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নেওয়া হবে।