জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে ধানের বীজতলায় ইদুরের আক্রমণে কৃষক দিশেহারা

বিল্লাল আহমেদ: লাখাই ইরি, বোরো বীজ তলায় ইদুরের আক্রমণে বীজতলা বিনাশ করে ফেলেছে কৃষকরা হতাশা ভুগছে।

ইঁদুর নিধনে বিভিন্ন বিষ প্রয়োগ করেও ইঁদুরের আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না।
এভাবে ইঁদুরের আক্রমণ যদি বেড়ে যায় ইরি বোরো ধান রোপণে সংকট দেখা দিতে পারে।

এবছরের ইরি বোরো ধানের লক্ষ্যমাত্রা ১১১৪০ হেক্টর জমিতে নির্ধারণ করা হয়েছে এর মধ্যে ৫৫৭ হেক্টর জমিতে বীজ তলা নির্ধারণ করা হয়েছে ।

সরজমিনে বুল্লা হাওর এলাকায় যেমন সাতবিলা,, গুজার বন, শালদিগার বন ,ধুভাঙ্গা, দেখা যায় বিভিন্ন বীজ তলার মাঝে ইঁদুর থেকে রেহাই পাওয়ার জন্য বুলেট বিষ,, গমের বিষ,, চানাচুর মিশ্রিত বিষ,সহ ইঁদুরে গর্তে আশপাশে এবং বীজ তলার বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে রেখে দিতে দেখা যায় অপরদিকে গর্তের মধ্যে পানি দিয়ে ইঁদুর বের করে মারার চেষ্টা করছে ।
তাতেও রেহাই পাচ্ছে না বীজতলা।

এ ব্যাপারে সিংহ গ্রামের বাচ্চু মিয়া জানান, আমার বীজতলা অনেকটাই ইঁদুরের কারণে নষ্ট হয়ে গেছে আমি বিভিন্নভাবে এ যাব ৎ ১০-১২টি ইঁদুর মেরেছি।

কৃষক ইসরাইল মিয়া জানান,  ইদুর আমার বীজতলা অনেক নষ্ট করেছে যার ফলে রোপনের সময় আমার শর্ট পড়তে পারে।
ইঁদুর মারার চেষ্টা করছি কিন্তু এখনো ক্ষতি করছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ মিজানুর রহমান এর সাথে আলাপেলে তিনি জানান ইদুর আক্রমণ উৎকল্পে কৌশল অবলম্বন করতে হবে এর মধ্যে প্রথম দিনে আক্রমণ স্হল ও আশপাশে স্বাভাবিক খাবার এক দুই দিন দেওয়ার পর তারপরে বিষ প্রয়োগ করতে হবে তাহলেই ইঁদুরকে সহজে নিধন করা সম্ভব হবে।