লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্ভোধনী দিনে পোনা মাছ অবমুক্ত ও সফল চাষীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত।
রবিবার (২৯ আগষ্ট) দুপুরবেলা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার, সহকারী মৎস্য অফিসার বোরহান উদ্দিন, সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহি।
পুরস্কার বিতরনী অনুষ্টান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
বক্তব্য রাখেন বুল্লা ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহী প্রমূখ। অনুষ্ঠানে সফল মৎস্য চাষিদের মধ্যে ৩ জন চাষিকে পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রাপ্তরা হলেন শেখ মুক্তার হোসেন বেনু, জ্যোৎস্না বেগম, রায়হান উদ্দিন।