জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সভা

লাখাইয়ে লাখাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য হবিগঞ্জ প্রেসক্লাব এর ৫০ বছর পূর্তি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে লাখাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সভা করেছেন হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

রবিবার (২২ ডিসেম্বর)দুপুরে উপজেলার বুল্লা বাজারস্থ হাটবাজার ব্যবস্থা কমিটির কার্যালয়ে লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে আলোচনায় অংশ নেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি ও এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান সাধারণ সম্পাদক পাভেল খান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী,   ৭১ টিভির জেলা প্রতিনিধি  শাকিল চৌধুরী,লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহ সভাপতি এমএ ওয়াহেদ,সহসভাপতি আব্দুল হান্নান,  সহসভাপতি আশীষ দাশগুপ্ত,সহসভাপতি  মহিউদ্দিন আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, সুশীল চন্দ্র দাস, প্রচার সম্পাদক কামরুল হাসান সুজন, যুগ্ম সম্পাদক আলী আহমেদ, সাংবাদিক পারভেজ হাসান প্রমূখ।

সভায় হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য হবিগঞ্জ প্রেসক্লাব এর ৫০ বছর পূর্তি অনুষ্ঠান সফল করার ও সক্রিয় অংশ গ্রহণ আহবান জানান। সেই সাথে জেলার সকল উপজেলার সাংবাদিক বৃন্দ ঐক্য বদ্ধভাবে পরস্পরের সহযোগিতা এবং একই পরিবার এর ন্যায় কাজ করে সৌহার্দ্য সুরক্ষায় প্রত্যয় ব্যক্ত করা হয়।