জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে বেগম খালেদা জিয়া ও জিকে গউছের মুক্তির দাবিতে বিক্ষোভ

বিল্লাল আহমেদ: হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুুুষ্ঠিত।

বিএনপির চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ পৌরসভার সাবেক  মেয়র আলহাজ্ব জি কে গউছ এর মুক্তি দাবিতে  একটি মিছিল লাখাই বাজার থেকে শুরু করে লাখাই ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

শেষে ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোস্তাফা কামাল খসরুর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামসু উদ্দিন আহমেদ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ ফরিদ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য তাজুল মোল্লা তাজ , উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ সালমান মিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাচ্ছু, উপজেলা কৃষক দলের সভাপতি বুলবলু চৌধুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম হান্নান ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুবদল ও ইউপি সদস্য নেতা হাবিবুর রহমান যুবদল নেতা রহমতুল্লাহ মুরাদ রায়হান উদ্দিন, মোহাম্মদ রফিক মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম বিএনপি নেতা নুরুল হক, মোঃ শাহ আলম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে নিয়ে সুচিকিৎসা ও হবিগঞ্জের আলহাজ্ব জি কে গউছের মুক্তি দাবি জানিয়েছেন।