হবিগঞ্জের লাখাই উপজেলার যানজটের কারণে লাখাইয়ে স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত অসম্ভব হয়ে পড়েছে। যানজট শুধু আমাদের অমূল্য সময়ই কেড়ে নিচ্ছে না, নাগরিক জীবনেও ডেকে আনছে নানা দুর্ভোগ।
সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, পথচারী সবাই আজ সর্বগ্রাসী যানজটের শিকার। এখন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর কোনো নিশ্চয়তা নেই।
যানজটের কারণে গতি থমকে থাকলেও সময় থমকে থাকে না। কর্মস্থলে সময়মতো পৌঁছতে না পারার কারণে কাজের কাজ কিছুই হয় না। দশ মিনিটের রাস্তা পৌছাতে লাগে এক ঘণ্টা। সকাল-বিকাল-সন্ধ্যা, যখন-তখন, যেখানে-সেখানে যানজট। উপজেলার কালাউক বাজার,বুল্লা বাজার,বামৈ বাজার কোথাও স্বস্তি নেই। সর্বত্র ভীড় আর ভীড়, গাড়ির ভীড়, মানুষের ভীড়। যানজটের ভীড়ে একবার আটকে গেলে কখন তা থেকে মুক্তি পাওয়া যাবে তা বলা মুশকিল।
রোগীসহ অ্যাম্বুলেন্স যখন যানজটে আটকিয়ে পড়ে তখন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়, এমনকি পথিমধ্যে যানজটের কারণে রোগীর মৃত্যুও ঘটে।
বর্তমানে লাখাই উপজেলার অপরিসীম ক্ষতি, ক্ষোভ ও বিরক্তির একটা বড় কারণ এ যানজট। এতে প্রতিদিন হারিয়ে যাচ্ছে অগণিত শ্রমঘণ্টা। এর অর্থমূল্য নির্ণয় করা গেলে দেখা যেত প্রতিদিন কী বিশাল অঙ্কের অর্থের অপচয় হচ্ছে যানজটের কারণে।
যানজট মোকাবিলায় নির্দিষ্ট পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল করার জন্য বিভিন্ন স্থানে পুলিশ ও ট্রাফিক পুলিশ মোতায়ন করা নেই বলেই দিন দিন বৃদ্ধি পাচ্ছে যানজট । দূরপাল্লার বাসের নেই কোন নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা ও বাস টার্মিনাল।
দিগন্ত পরিবহনসহ বিভিন্ন পরিবহনের ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ব্যাটারি চালিত টমটম, অটো রিস্কা, সিএনজি এই সমস্ত গাড়ির যেখানে সেখানে যাত্রী উঠানামা ও পার্কিং করার কারণে ঘটে যানজট, বিগত দিনে উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নিলেও বাস্তবায়ন হয়নি যানজট নিরসনের কোন পদক্ষেপ।
উপজেলার বুল্লা বাজারে চৌরাস্তার মোড়ে যেখানে সেখানে যাত্রী উঠানামা করা, এবং দিগন্ত বাসের কারসাজির কারণে বুল্লা বাজারে ঘটে অনেক বড় ধরনের যানজট।
তাছাড়া টমটম স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বাস পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা থাকলেও তারা কেউ নির্দিষ্ট জায়গায় পার্কিং করায় না এবং বুল্লা বাজারের পূর্ব পাশের রাস্তায় দিনরাত সব সময় বড় বড় ট্রাক ধান লোড আনলোড হয় দেখার বুঝি কেউ নেই।
উপজেলার কালাউক বাজারে সকালে ঢাকা, চট্টগ্রামবাহি বড় বড় বাসের যাত্রী উঠানো হয় রাস্তায় রেখে,যার দরুন সকালে কালাউক বাজারে বড় যানজট ঘটে। যার ফলে উপজেলার সকল দপ্তরের কর্মচারী কর্মকর্তাগণ সময় মত অফিসে পৌঁছাতে পারে না।
উপজেলা বামৈ বাজারেও রাস্তার উপর বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড,পানের টং,ঝাল মুড়ি ফুচকা সহ বিভিন্ন দোকানের কারণে অনেক বড় বড় যানজট ঘটে।
লাখাই উপজেলায় মাঝে মাঝে রাস্তায় কোথাও কোথাও দেখা যায় ধান শুকাতে রাস্তায় পাথর রেখে রাস্তা ব্লক করে রাখতে যার কারণে অনেক সময় ঘটে যানজট।
সীমিত রাস্তাঘাটের তুলনায় যানবাহনের সংখ্যাধিক্যই যানজটের প্রধান কারণ। ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকল্পিত, যানবাহনের সংখ্যা বৃদ্ধিসহ নানা কারণে যানজট ও রাস্তাঘাটের পরিস্থিতি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
উপজেলার সড়ক ব্যবস্থাপনা অর্থাৎ সড়কগুলোর কার্যকর পরিকল্পনা, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে।যানজট নিরসনে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন হচ্ছে না।
প্রায়ই জনবহুল রাস্তায় পারাপারে নিয়ম মেনে না চলা, আধাপাকা ও কাঁচা রাস্তায় অতিরিক্ত মাল ও যাত্রীবোঝাই যানবাহন চলাচল করা, যত্রতত্র গাড়ি পার্ক করা ইত্যাদির কারণে যানজট বেড়েই চলেছে।
জনসাধারণের যাতায়াতের জন্য ফুটপাত থাকার কথা, কিন্তু তা নেই। আবার যেটুকু আছে তার অধিকাংশ স্থান, টমটম, সিএনজি,অটো রিস্কার স্ট্যান্ড করে,পানের টং, ঝালমুড়ির দোকান,রেস্তোরাঁ ও ফেরিওয়ালাদের দখলে।
রাস্তার অনেকাংশে যত্রতত্র বাসস্ট্যান্ড, ট্রাকস্ট্যান্ড ও টমটম ও সিএনজি স্ট্যান্ড দখল করে রেখেছে। এসব কারণে রাস্তা সংকীর্ণ ও অরক্ষিত হয়ে পড়ছে। ফলে সৃষ্টি হচ্ছে যানজট।
যান চলাচলের রাস্তার স্বল্পতা, অপরিসর রাস্তার মোড়ে মোড়ে বাস থামিয়ে যাত্রী তোলা ও নামানো বিদ্যমান রাস্তাগুলো প্রশস্তকরণ, রাস্তার ওপর গাড়ি ও নির্মানসামগ্রী রাখা সম্পূর্ণরূপে নিষিদ্ধকরণ, মোড়ে মোড়ে যাত্রী ওঠানামা বন্ধ করা,অবৈধ রিকশার দৌরাত্ম্য কমানো,যত্রতত্র গড়ে ওঠা বাজার, মার্কেট, বিপণিবিতান উচ্ছেদ করা , যত্রতত্র যানবাহন থামিয়ে লোক ওঠা-নামা না করা, অবৈধ পার্কিং বন্ধ করা,ফুটপাতগুলোকে হকারমুক্ত করা হলেই যানজট থেকে কিছুটা হলেই রেহাই পাবে এ উপজেলা বাসি।
নাগরিক জীবনকে স্বাচ্ছন্দ্য, সাবলীল ও গতিশীল করে তুলতে যানজট সমস্যার সমাধান অবশ্যই করতে হবে। এর জন্য প্রয়োজন সকলের স্বদিচ্ছা ও সময়োপযোগী সুন্দর বিজ্ঞানসম্মত পরিকল্পনা ও তার দ্রুত বাস্তবায়ন।যানজট নিরসনে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ করছে উপজেলা বাসি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান, খুব দ্রুতই যানজট নিরসনের জন্য কাজ করব এবং এর উপযুক্ত পদক্ষেপ নিব। পরিবহণ সংশ্লিষ্ট সকলদের সাথে যানজট নিরেশনের জন্য বসে আলাপ করব।