বিল্লাল আহমেদ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরেজমিনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ খলিলুর রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার ২৭ ডিসেম্বর দুপুর ২ ঘটিকায় লাখাই উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত ১নং ইউনিয়নের ধলেশ্বরী নদীর পাড়ে লাখাই ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সহ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাখাই থানা পুলিশের ওসি তদন্ত চম্পক দাম এর পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খলিলুর রহমান, এ সময় তিনি বলেন সংসদ নির্বাচনে আপনারা এসে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
তিনি আরো বলেন, মদ গাঁজার সমস্ত তথ্য আমাদের পুলিশকে দিবেন আপনাদের কথা আমরা গোপন রাখবো ১৫ কেজি পর্যন্ত গাজা ধরিয়ে দিতে পারলে এসপি মহোদয় তাদেরকে পুরস্কৃত করবে।
এসময় উপস্থিত ছিলেন স্বজন গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ভজন দাশ, লাখাই প্রেসক্লাব সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত লাখাই ১নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া, লাখাই বাজারের ব্যবসায়ি সহ বিভিন্ন পেশার মানুষ।
কেন্দ্র পরিদর্শন ব্যাপারে জানতে চাইলেওসি তদন্ত চমক দাম জানান তিনি ছয় সাতটি কেন্দ্র পরিদর্শন করেছেন । এবং বিভিন্ন পেশাজীবী লোকজনের সাথে নির্বাচন সম্পর্কে অবহিত করন সহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।